এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে তার ধারনাতেও ছিল না! কিন্তু তাই যখন ঘটল তখন অভিমানের ‘বোমা’ বিস্ফোরিত হল। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন ড্যারেন স্যামি। শুক্রবার রাতে জানিয়ে দিলেন সাদা জার্সিতে আর কখনোই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন না তিনি।
ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একইদিন দিনেশ রামদিনকে টেস্ট দলের অধিনায়ক মনোনীত করে। সেটা পছন্দ হয়নি স্যামির। তাইতো টেস্ট খেলা চালিয়ে যাওয়ার আগ্রহটা হারিয়ে ফেললেন এই অলরাউন্ডার। ঘন্টা খানেক পরই অবসরের ঘোষণা দেন। এনিয়ে অবশ্য বিস্তারিত কিছুই মিডিয়াকে বলেন নি তিনি।
এর আগে তাকে সরিয়ে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড ওয়ানডে দল অধিনায়ক করেছিল ডোয়াইন ব্রাভোকে।
স্যামির টেস্ট অভিষেক হয় ২০০৭ সালে। ২০১০ সাল হন অধিনায়ক। মোট ৩২টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন দলকে। তাঁর এর মধ্যে দল জিতেছে আট টেস্ট। হার ১২টিতে আর ড্র হয়েছে ১০টি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সব মিলিয়ে ৩৮ টেস্ট খেলে ১৩২৩ রান করেছেন স্যামি। নিয়েছেন ৮৪টি উইকেট।
৩০ বছর বয়সী এই ক্রিকেটার টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।
Discussion about this post