ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ৫১ রানে ম্যাচ জিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে উঠে গেল বিসিবি উত্তরাঞ্চল। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে বিসিবি উত্তরাঞ্চলের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
মঙ্গলবার বিকেএসপিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের ইলিয়াস সানি ৮৮ বলে ৬০ রান করেন। এক পর্যায়ে তাদের রান ছিল ২ উইকেটে ১১৮। মনে হচ্ছিল ম্যাচটা জিততে যাচ্ছে তারা। কিন্তু এরপরই ছন্দপতন! ওয়ালটন ২১৫ রানে অল আউট।
এদিকে আগের দিন সেঞ্চুরির পর অশোভন ইঙ্গিত করার জন্য ক্ষমা চাইলেন ওয়ালটনের মাহমুদুল্লাহ রিয়াদ। তার আগেই অবশ্য ম্যাচ ফির পুরোটা জরিমানা ও ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস : ৪৫৭/১০ এবং ২য় ইনিংস : ৮৭/১০।
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস : ২৭৮/১০ এবং ২য় ইনিংস : ২১৫/১০ (রনি ১৭, ইলিয়াস সানি ৬০, শামসুর ৩৬, আসিফ ২৩, মাহমুদউল্লাহ ১৭, নুরুল হাসান ২৮, শরীফ ১৫*; তাইজুল ৫/৮৯, শুভাশীষ ৩/২৫, সানজামুল ২/৪৩)।
ফল : বিসিবি উত্তরাঞ্চল ৫১ রানে জয়ী।
ম্যাচসেরা : তাইজুল ইসলাম।
Discussion about this post