ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের প্রথম ম্যাচে অনায়াস জয় পেল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। বুধবার আবুধাবিতে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪১ রানে হারিয়েছে তারা।
শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কলকাতা করে ৫ উইকেটে ১৬৩ রান। মনিশ পান্ডে করেন ৫৩ বলে ৬৪ রান। সঙ্গে জ্যাক ক্যালিস করেন ৪৬ বলে ৭২ রান। সাকিব আল হাসান করেন ২ বলে ১ রান।
মুম্বাইয়ের বোলার লাসিথ মালিঙ্গা নেন ২৩ রানে ৪ উইকেট। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২২ রান করে মুম্বাই।
২০ রানে ৪ উইকেট নেন সুনীল নারাইন। সাকিব ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। ম্যাচসেরা ক্যালিস।
সংক্ষিপ্ত স্কোর-
কলকাতা নাইট রাইডার্স : ২০ ওভারে ১৬৩/৫ (ক্যালিস ৭২, মনীশ ৬৪; মালিঙ্গা ৪/২৩)
মুম্বাই ইন্ডিয়ান্স : ২০ ওভারে ১২২/৭ (রাইডু ৪৮; নারাইন ৪/২০)
ফল: কলকাতা নাইট রাইডার্স ৪১ রানে জয়ী
ম্যাচসেরা: জ্যাক ক্যালিস
http://youtu.be/OQhJ4Z-rnxI
 
			 
                                









Discussion about this post