রীতিমতো রেকর্ড গড়লেন ফরহাদ রেজা ও সানজামুল ইসলাম। সপ্তম উইকেটে তাদের রেকর্ড জুটি বড় সংগ্রহের পথ দেখাল রাজশাহীকে। শনিবার জাতীয় ক্রিকেট লিগের ৬ষ্ট রাউন্ডে ১ম দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ৪২৪ রান করেছে তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে দুই ব্যাটসম্যান ফরহাদ-সানজামুল করেছেন ৩৪৭ রান। ১৭২ রান করেন সানজামুল। ১৮২ রানে অপরাজিত আছেন ফরহাদ। এটি প্রথম শ্রেনীর ক্রিকেটে বাংলাদেশের সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান। সব মিলিয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে সপ্তম উইকেটে এটি যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ১৯৫৪-৫৫ মৌসুমে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ রান করেন ওয়েস্ট ইন্ডিজের ই অ্যাটকিনসন ও সিসি ডেপেইজা।
এই জুটিতে ১৯৯৪-৯৫ মৌসুমে দিল্লির বিপক্ষে রেকর্ড ৪৬০ রান করেছিলেন পাঞ্জাবের ভুপিন্দর সিং জুনি ও পি ধারমানি।।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২৩ রানে অলআউট বরিশাল বিভাগ। শাহরিয়ার নাফীসের তুলে নিয়েছেন সেঞ্চুরি।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার জাতীয় ক্রিকেট লিগের ৬ষ্ট পর্বের ম্যাচে ঢাকা মেট্রো ১৭২ রানে অলআউট হয়ে যায়। প্রথম দিন শেষে খুলনার সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী-চট্টগ্রাম
রাজশাহী ১ম ইনিংস : ৪২৪/৭ (মাইশুকুর ৮, জুনায়েদ ৯, ফরহাদ হোসেন ২২, মুশফিকুর ৮, সাব্বির ৬, ফরহাদ ১৮২*, সানজামুল ১৭২; মেহেদি ২/৫২, আবদুল্লাহ আল মামুন ২/৫৪, আলী আকবর ২/৯৮)।
ঢাকা বিভাগ-বরিশাল বিভাগ
বরিশাল ১ম ইনিংস : ৩২৩/১০ (ফজলে রাব্বি ২৩, শাহরিয়ার ১২৯, সালমান ১৭, নুরুজ্জামান ৭৯, সজীব ২৮, কামরুল ২১* শুভগত হোম ৩/৫৯, নাজমুল অপু ৩/৮৫, নূর হোসেন ২/৬৮)।
ঢাকা বিভাগ ১ম ইনিংস : ১৪/০ (আবদুল মজিদ ৬ ব্যাটিং, রনি ৭ ব্যাটিং)।
সিলেট বিভাগ-রংপুর বিভাগ
রংপুর ১ম ইনিংস : ২৫৬/৭ (নাঈম ১৪৪, ধীমান ১৯, তানভির ৬২*; নাসুম আহমেদ ৫/৫৮)।
খুলনা বিভাগ-ঢাকা মেট্রো
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ১৭২/১০, (সাদমান ৪০, শামসুর ২৫, আসিফ ২৪, মাহমুদউল্লাহ ১৬, শরীফ উল্লাহ ৩৪; রাজ্জাক ৪/৭৮, রিপন ৩/২৭, রাজিবুল ২/১৭)।
খুলনা ১ম ইনিংস : ৪৬/১ (সৌম্য ১০, রবিউল ২৩ ব্যাটিং, ইমরুল কায়েস ১৩ ব্যাটিং)।
Discussion about this post