আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপেও একই পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। সুপার টেনে খেলতে হলে আগে প্রথম পর্বের বৈতরনী সফলভাবে পার হতে হবে।
২০১৬ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টেনে’ সরাসরি খেলতে পারছে না জাতীয় দল। ‘প্রথম পর্ব’ এরপর ‘সুপার টেন’- এই ফরম্যাটেই পরের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বৃহস্পতিবার দুবাইতে আইসিসির সভায় এমন সিদান্ত নেওয়া হয়েছে। এখন টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে দশম স্থানে।
২০১৪ সালের ৩০ এপ্রিলের টি-টুয়েন্টি র্যাঙ্কিং অনুয়ায়ী ২০১৬ সালের আসরের মূল পর্বের আট দল বেছে নেয়া হবে। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে নবম এবং দশম দেশ দুটিকে সুপার টেনে খেলতে পার হতে হবে প্রথম রাউন্ড।
তার আগে এ বছরের ৯ জুলাই থেকে ২ অাগস্ট পর্যন্ত আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে ১৪ দলের আইসিসি টি-টুয়েন্টি লড়াই। এখান থেকে ৬ দেশ উঠবে প্রথম পর্বে। পরে দুই গ্রুপে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের সঙ্গে লড়বে তারা।
Discussion about this post