অপ্রতিরোধ্য! ভারতীয় ক্রিকেট দলের জন্য এমন বিশেষণই মানানসই। কেননা, এবারের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে তারা যে হারতে ভুলেই গেছে। জয়টাকে অভ্যাসে পরিনত করে মহেন্দ্র সিং ধোনির দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটিও জিতে নিল অনায়াসে। ৬ উইকেটের এই জয় তাদের নিয়ে গেল ফাইনালে। রোববার মিরপুরে শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ উপ মহাদেশের আরেক দল শ্রীলঙ্কা। যারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পেয়েছে ফাইনালের টিকিট।
শুক্রবার ছুটির দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান করে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসি (৫৮) ও জেপি ডুমিনি (৪৫) দারুন ব্যাট করেন। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭১ রান।
জবাব দিতে নেমে ঠান্ডা মাথায় খেলে গেছে ভারতীয় ব্যাটসম্যানরা। তারা যেন জানতো ম্যাচটা তাদেরই হতে যাচ্ছে! এর মধ্যে বিরাট কোহলি খেলেছেন সেই চেনা ভঙ্গিতে। তাকে আটকানোর কৌশল যেন জানা ছিল না প্রোটিয়া বোলারদের। কোহলি ৪৪ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। আর ১৯.১ ওভারে ভারত পৌঁছে যায় জয়ের বন্দরে।
ম্যাচসেরা বিরাট কোহলি।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭২/৪ (আমলা ২২, প্লেসিস ৫৮, ডুমিনি ৪৫*, মিলার ২৩*; অশ্বিন ৩/২২)।
ভারত: ১৯.১ ওভারে ১৭৬/৪ (রোহিত ২৪, রাহানে ৩২, কোহলি ৭২*, যুবরাজ ১৮, রায়না ২১; হেনরিক্স ২/৩১)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বিরাট কোহলি।
http://youtu.be/yMDBmfMTU4g
Discussion about this post