রীতিমতো চার-ছক্কার ঝড় তুলে টি-টুয়েন্টি বিশ্বকাপের মুল পর্বে উঠে গিয়েছিল নেদারল্যান্ডস। সাফল্যের হাওয়ায় উড়ছিল তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩.৫ ওভারে ১৮৯ রান করেছিল তারা। কিন্তু সোমবার উল্টোটাও দেখল ডাচরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সুপার টেনের প্রথম ম্যাচে আইসিসির টি টুয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর দল শ্রীলঙ্কার বিপক্ষে চেনাই গেল না তাদের। টস হেরে ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডস ১০.৩ ওভারে অলআউট মাত্র ৩৯ রানে। টি টুয়েন্টির ইতিহাসের সর্বনিম্ম দলীয় স্কোর এটিই। গত বছরের ৩০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫৬ রানে অলআউট হয়েছিল কেনিয়া।
জবাবে ৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলে নেয় শ্রীলঙ্কাা। অঅর এটিও বিশ্বরেকর্ড। ৯০ বল হাতে রেখে এর আগে ম্যাচ জেতেনি। টানা দুই ম্যাচ জিতল গত বিশ্বকাপের রানার্স আপ শ্রীলঙ্কা। সেমিফাইনালে উঠার পথটা প্রস্বস্ত হয়েছে তাদের।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস: ৩৯/১০, ১০.৩ ওভার ( টম কুপার ১৬, বেন কুপার ৮; ম্যাথুস ৩/১৬, মেন্ডিজ ৩/১২)।
শ্রীলঙ্কা: ৪০/১, ৫ ওভার ( মাহেলা ১১*, দিলশান ১২*; মালিক ১/১৮)।
ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অ্যাঞ্জেলো ম্যাথুস।
Discussion about this post