সোমবার ২৭ বছর পুর্ন হল সাকিব আল হাসানের। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম হয় তার। এ মুহুর্তে তিনিই তো দেশসেরা ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। জন্মদিনটা অবশ্য তেমন আয়েশ করে পালন করা হল না সাকিবের। কেননা, একদিন বাদেই মানে মঙ্গল টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে দল।
সাকিবদের মুল পর্বে খেলতে হচ্ছে ‘গ্রুপ অব ডেথে! কেননা, এখানে ক্যারিবীয়রা ছাড়াও থাকছে ভারত, পাকিস্তান এবং শক্তিশালী অস্ট্রেলিয়া।
সবার আগে ওয়েস্ট ইন্ডিজ। জন্মদিনের উৎসবের রেশ রেখেই তাদের সঙ্গে লড়বেন সাকিব। বিশ্বসেরা দলগুলোকে পেয়ে ভয় পাচ্ছেন না সাকিব। জানিয়ে দিলেন, ‘দেখুন আমরা প্রস্তুত হয়েই আছি। বাস্তবতা হল এই চারটি বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়তে হবে আমাদের। লড়াইটা কঠিনই হবে। ওদের দলে ম্যাচ উইনারের অভাব নেই। কিন্তু আমরাও সেরাটা দিয়ে লড়বে। কিছু একটা করে দেখাতে দলের সবাই প্রস্তুত।’
বাছাই পর্বে হংকংয়ের কাছে হারের প্রসঙ্গ উঠতেই সাকিব জানালেন, ‘আসলে খেলায় জয়-পরাজয় থাকবেই। ওই হার নিয়ে আমাদের পড়ে থাকলে চলবে না। সামনে চোখ রাখতে হবে।’ একইভাবে দেশসেরা এই তারকা ভক্তদের প্রত্যাশার লাগামটা মাঝে-মধ্যে টেনে ধরতেও বললেন, ‘আমার মনে হয় প্রত্যাশা না করে খেলাটা উপভোগ করাই ভালো। তবে এটা ঠিক আমরা ভালো খেললে আপনারা সমর্থন করবেন। খারাপ খেললে অবশ্যই সমালোচনাও করবেন। তবে সেটা গঠনমুলক হওয়া জরুরী।’
Discussion about this post