শনিবার দুবাইয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৪.৩ ওভারেই ১৩১ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৪২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে অনায়াসে ফাইনাল জিতে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকান জাতীয় দল বড় টুর্নামেন্টগুলোতে ব্যর্থ হলেও ছোটরা ঠিকই চমক দেখালেন। ‘চোকার্স’ অপবাদ থেকে বেরিয়ে আসার ইঙ্গিতটাও দিলেন তারা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ১৩১/১০, ৪৪.৩ ওভার (বাট ৩৭, জাফর ২২, সামি ১৬; বচ ৪/১৫)।
দ. আফ্রিকা অনূর্ধ্ব-১৯ : ১৩৪/৪, ৪২.১ ওভার (মার্করাম ৬৬*, ওল্ডফিল্ড ৪০; কেরামত ২/২৪)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী ও চ্যাম্পিয়ন
Discussion about this post