এশিয়া কাপ ক্রিকেট শেষ হয়ে গেল মাশরাফি বিন মতুর্জার। শুক্রবার জানা গেল, পিঠের চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না তিনি। সংকট শুধু মাশরাফিকে ঘিরেই নয়; অধিনায়ক মুশফিকুর রহিমও শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত। ভারতের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে ডানহাতের কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। এক্সরে রিপোর্টে তেমন সমস্যা ধরা পড়েনি তার। পরে এমআরআই করানো হয় তার। বাংলাদেশ দলের ফিজিও বিভাব সিং জানান-‘মাশরাফি সাইডস্ট্রেইনের চোট নিয়ে টুর্নামেন্টের বাইরে। আর মুশফিকের অবস্থা পর্যবেক্ষন করা হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলার মতো ফিটনেস পাবেন কিনা-সেটা এখনো বলা যাচ্ছে না। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবো।’
দলের এই পরিস্থিতি শুক্রবার প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান-মাশরাফির জায়গায় পরের ম্যাচে শফিউল ইসলাম খেলবেন।
মুশফিক ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে না পারলে দলকে নেতৃত্ব কে দেবেন? এই প্রশ্নের সরাসরি কোন উত্তর দেননি প্রধান নির্বাচক। তিনি জানান-‘দলের অধিনায়ক ঠিক করার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। সিদ্ধান্তটা সেখান থেকেই আসবে।’
মুশফিক যদি আফগানিস্তানের বিপক্ষে খেলতে না পারেন তবে ধারনা করা হচ্ছে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আব্দুর রাজ্জাক।
Discussion about this post