রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জালাল বলেন, “আশাকরি নির্ধারিত সময়ে নিলাম ও লিগ শুরু হবে। বিসিবি সভাপতি দেশে ফেরার পর কোয়াব ও ক্লাব সমিতির সঙ্গে বসে সব চূড়ান্ত করবো।”
“আশাকরি ১২ তারিখের মধ্যে শ্রেনী বিভাগ ও টাকার অঙ্ক ঠিক করে ফেলতে পারব। ১৫ তারিখের মধ্যে ক্লাবগুলোকে তা পৌঁছে দেয়া যাবে, যেন ২০ তারিখের নিলামের জন্য তারা প্রস্তুত হতে পারে।”
বিসিবির ঘোষণা অনুযায়ী ২০ জুন নিলাম ও ১ জুলাই থেকে লিগ শুরু হওয়ার কথা।
কোয়াব ও ক্লাব সমিতির মত পার্থক্য শিগগির দূর করার ব্যাপারে আশাবাদী জালাল। তিনি বলেন, “ক্রিকেটারদের শ্রেণীবিভাগ ও টাকার অঙ্কের ব্যাপারে কোয়াব ও ক্লাব সমিতি প্রস্তাব দিয়েছে। টাকার অঙ্কে খুব একটা পার্থক্য নেই। সবাই বসে একটা অঙ্ক নির্ধারণ করে দেব।”
“খেলোয়াড়দের ক্লাব পছন্দের ব্যাপারে ওদের দাবি নিয়ে কোয়াবের সঙ্গে কথা হয়েছে। ওরা বিষয়টি নিয়ে আবার বসবে বলে জানিয়েছে। বিসিবি সভাপতি দেশে ফেরার আগেই ওরা সিদ্ধান্ত জানাবে,” যোগ করেন তিনি।
সিসিডিএম সভাপতির মত সময় মত লিগ শুরুর ব্যাপারে আশাবাদী কোয়ার সাধারণ সম্পাদক দেব্রবত পালও। তিনি বলেন, “আজকে সিসিডিএম সভাপতিকে আমাদের পর্যবেক্ষণ সম্পর্কে জানিয়েছি। নিলামের এখনো ১২ দিন রয়েছে। আশা করি সময়মত বিদ্যমান মত পার্থক্যগুলো দূর করা যাবে।”
“শ্রেণী বিভাগ ও টাকার অঙ্ক নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। ব্যাপারটি এখন বোর্ডের হাতে,” যোগ করেন তিনি।
-ক্রীড়া প্রতিবেদক
Discussion about this post