নিষিদ্ধ থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সাকিব আল হাসান খেলতে পারেননি। আর এশিয়া কাপের দলে থাকলেও একই কারনে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিবকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশকে। সাকিব তার অশোভন আচরনের জন্য ক্ষমা চেয়েছেন। আর বাংলাদেশের সেরা তারকার এই দুঃসময়ে তার পাশে এসে দাড়িয়েছে পুরো বাংলাদেশ দল। সাকিবের শাস্তি কমিয়ে তাকে ম্যাচে ফেরানোর আবেদন জানিয়েছেন অধিনায়ক মুশফিক ও কোচ শেন জার্গেনসন্স।
বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে তারা এই আবেদন করেছেন। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে দলে পেলে বাংলাদেশের অনেক চিন্তা কমে যায়। দল শক্তিশালি হয়। সেই সুবিধাটুকু পেতে সাকিবের তিন ম্যাচের শাস্তির নিষেধাজ্ঞা কমানোর জন্য কোচ ও অধিনায়ক আবেদন জানিয়েছিলেন। তবে সর্বশেষ যে খবর-তাতে সাকিবের এই নিষেধাজ্ঞা কমানোর কোন চিন্তা নেই বিসিবির।
Discussion about this post