শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশই হল বাংলাদেশ। সিরিজ আগেই হেরে গিয়েছিল মুশফিকুর রহীমের দল। শনিবার তৃতীয় ওয়ানডে ম্যাচটি ছিল সম্মানের লড়াই। তাতে বাংলাদেশের বিপক্ষে ১৫ বল বাকী থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ২৪০। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ২৪৬ রান।
শনিবার দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।
দলের একাধিক ব্যাটসম্যান এই ম্যাচেও দ্বায়িত্ব নিয়ে খেলতে পারেন নি। উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার পরই দ্রুত ফিরে গেছেন সাজঘরে। যা একটু লড়েছেন মমিনুল হক। কিন্তু দুর্ভাগ্য তার। ৬০ রান করে রানআউট হয়ে ধরেছেন প্যাভিলিয়নের পথ।
এর অাগে ২ রান করে ফিরে গেছেন ওপেনার এনামুল হক। শামসুর রহমান করেন ২৫। ৩৮ রান আসে নাসিরের ব্যাট থেকে। মুশফিক ৩০, নাঈম ৩২, সোহাগ গাজী ২৩ রান করেন।
জবাবে কুশল পেরেরার সেঞ্চুরি আর দিনেশ চান্দিমালের হাফসেঞ্চুরিতে অনায়াস জয় তুলে নেয় সফরকারীরা।
সম্মান রক্ষার এই লড়াইয়ে বাংলাদেশ দলে ছিলেন না সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে ড্রেসিং রুমে অশোভন আচরনের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার।
তার জায়গায় দলে খেলেছেন আরেক অলরাউন্ডার নাঈম ইসলাম। বিশ্রাম দেয়া হয় মাশরাফি বিন মুর্তজাকে। তার বদলে খেলেন শফিউল ইসলাম।
তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ দলে ছিলেন না তামিম ইকবাল। ঘাড়ের ব্যাথায় দল থেকে ছিটকে গেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪০/৮ (এনামুল ২, শামসুর ২৫, মুমিনুল ৬০, মুশফিক ৩০, নাঈম ৩২, নাসির ৩৮, সোহাগ ২৩, শফিউল ১৫*; ধাম্মিকা ৩/৪৯, লাকমল ২/২৪)
শ্রীলঙ্কা: ৫৭.৩ ওভারে ২৪৬/৪ (কুশল ১০৬, চান্দিমাল ৬৪; মাহমুদুল্লাহ ২/৩৮)
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কুশল পেরেরা
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ৩-০’তে জয়ী
Discussion about this post