বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব স্পষ্ট ঘোষণা দিয়েছে, বৃহস্পতিবার বিপিএল ম্যাচ শুরুর আগে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে তারা সব ধরনের ক্রিকেট বয়কট করবে।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, দুপুর একটার মধ্যে পদত্যাগ না এলে কোনো ক্রিকেটার মাঠে নামবেন না। বুধবার রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্রিকেটারদের নিয়ে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য মেনে নেওয়া সম্ভব নয়, তাই প্রতিবাদের পথ হিসেবে খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় বুধবার বিকেলে, যখন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল টি–টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে বলেন, তারা যদি কিছুই না করতে পারে, তাহলে তাদের পেছনে কোটি কোটি টাকা খরচের যৌক্তিকতা কী। এই বক্তব্য ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং দ্রুত তা বয়কটের ঘোষণায় রূপ নেয়।
পরিস্থিতি সামাল দিতে বিসিবি এক বিবৃতিতে জানায়, নাজমুলের মন্তব্য অনুপযুক্ত ও আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে। তবে বোর্ডের অনুমোদন ছাড়া কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বিসিবির অবস্থান নয় বলেও পরিষ্কার করা হয়। পাশাপাশি ক্রিকেটারদের প্রতি সম্মান বজায় রাখা এবং দেশের ক্রিকেটের সুনাম রক্ষায় প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
তবে বোর্ডের এই বক্তব্যেও ক্রিকেটারদের অসন্তোষ কমেনি। কোয়াবের অবস্থান অনুযায়ী, এখন সিদ্ধান্ত পরিষ্কার-পদত্যাগ না হলে মাঠে খেলা নয়। ফলে বিপিএলের ম্যাচসহ সামগ্রিক ক্রিকেট কার্যক্রম মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।









Discussion about this post