বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতীকটি আবারও এক দিনের জন্য ঢাকায় আসছে। ভারতের দিল্লি ও গুয়াহাটি পর্ব শেষে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি আগামীকাল সকালে বাংলাদেশে পৌঁছাবে। সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে শুরু হবে ঢাকায় ট্রফির স্বল্প সময়ের সফর।
আনুষ্ঠানিক বরণ শেষে বেলা দেড়টার পর রাজধানীর রেডিসন ব্লু হোটেলে প্রদর্শনের জন্য রাখা হবে ট্রফিটি, যেখানে সন্ধ্যা পর্যন্ত ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করবে এই ঐতিহাসিক স্মারক।
কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার উদ্যোগে পরিচালিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবেই বাংলাদেশে আসছে এই ট্রফি। ৩০টি ফিফা সদস্যদেশে ১৫০ দিনব্যাপী চলমান এই বিশ্বভ্রমণে ট্রফিটি থামবে মোট ৭৫টি স্থানে। গত ৩ জানুয়ারি ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে যাত্রা শুরু করা এই সফর এখন ঢাকায় এসে পৌঁছাচ্ছে। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য গিলবার্তো সিলভা, যিনি নিজেই ফুটবল ইতিহাসের অংশ।
তবে এই সোনালি ট্রফি দেখার সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরাই কেবল ট্রফির সামনে দাঁড়ানোর সুযোগ পাবেন। ভেন্যুতে প্রবেশের জন্য দর্শকদের বৈধ টিকিট প্রদর্শনের পাশাপাশি কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখাটা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট যাচাই-বাছাই শেষে তবেই দর্শকদের ট্রফির কাছে যাওয়ার অনুমতি মিলবে।
ট্রফির মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। ফিফার নিয়ম অনুযায়ী, এই ট্রফি স্পর্শ করার অধিকার কেবল বিশ্বকাপজয়ী খেলোয়াড়, কোনো দেশের রাষ্ট্রপ্রধান অথবা ফিফা সভাপতির রয়েছে। ভেন্যুতে ৭×১০ ইঞ্চির বেশি আকারের ব্যাগ বহন, ধূমপান, ধারালো বা নিষিদ্ধ সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহন এবং টিকিট পুনরায় ব্যবহার বা হস্তান্তরের সুযোগও নেই।
আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ২৩তম ফিফা বিশ্বকাপের। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। উদ্বোধনী দিনেই শেষ হবে ফিফা বিশ্বকাপ ট্রফির এই বিশ্বভ্রমণ।
এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপের আগে বাংলাদেশে এসেছে এই সোনালি ট্রফি। প্রতিবারের মতো এবারও এক দিনের এই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আলাদা উত্তেজনা ও আবেগের উপলক্ষ হয়ে এসেছে।










Discussion about this post