আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ আয়োজনের স্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের দাবি পুনরায় জানিয়েছে। এ ইস্যুতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে বিসিবির একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই ভার্চুয়াল বৈঠকে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আইসিসির সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে বিসিবি স্পষ্টভাবে জানায়, বর্তমান প্রেক্ষাপটে ভারতের মাটিতে ভ্রমণ ও খেলা নিয়ে তাদের গুরুতর নিরাপত্তা উদ্বেগ রয়েছে। সেই কারণেই বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করার জন্য আইসিসির কাছে অনুরোধ জানানো হয়। তবে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবির উচিত তাদের অবস্থান পুনর্বিবেচনা করা। জবাবে বিসিবি তাদের আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানায়।
দু’পক্ষের আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও, সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি হয়েছে। একই সঙ্গে বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছে।
এর আগে আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে একটি অভ্যন্তরীণ চিঠিতে তিনটি সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করেছিল। সেই চিঠির বরাতে বিবিসি বাংলা জানায়, ডিসেম্বরে সম্পন্ন হওয়া ঝুঁকি পর্যালোচনায় পুরো টুর্নামেন্টের জন্য ঝুঁকির মাত্রা মাঝারি হিসেবে চিহ্নিত করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা মাঝারি থেকে উচ্চমাত্রার বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভারতের মাটিতে বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের বিষয়গুলো সেখানে গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশের উদ্বেগের পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে আইপিএলের একটি ঘটনা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বাদ পড়া বাংলাদেশ ক্রিকেট মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। যদিও এ বিষয়ে বিসিসিআই বা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি, তবে বাংলাদেশ মনে করছে, মুস্তাফিজকে ঘিরে ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়ার ফলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পুরো জাতীয় দলের নিরাপত্তা নিয়েই শঙ্কা জোরালো হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। ঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান আলোচনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সূচি ও ভেন্যুতে কোনো পরিবর্তন আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।










Discussion about this post