বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম, যা এক দশকেরও বেশি সময় পর আবারও ফিরছে বিপিএলে। এমন এক সময়, যখন সব দলের প্রস্তুতি জোরদার, ঠিক তখনই সবচেয়ে আলোচনায় উঠে এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলসের মালিকানায় এই দলটি প্রথমবার অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে, এবং নিলামের আগেই স্পষ্ট করে দিয়েছে তাদের উচ্চাকাঙ্ক্ষা।
মালিকানা পাওয়ার পর থেকেই নোয়াখালী এক্সপ্রেস আক্রমণাত্মকভাবে দল গোছানোর কাজে নামে। প্রথম ঘোষণা আসে কোচিং পদে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় তারা, যা দলটির পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনার শক্ত বার্তা দেয় ক্রিকেট মহলে। নতুন একটি দলের প্রথম মৌসুমেই সুজনকে ডাগআউটে দেখা যাবে-এটি বিপিএলের জন্য যেমন নতুন মাত্রা, তেমনি নোয়াখালীর জন্যও বড় আত্মবিশ্বাসের জায়গা।
নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির যে সুযোগ ছিল, তা সর্বোচ্চভাবে ব্যবহার করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলে যুক্ত করেছে জাতীয় দলের দুই নিয়মিত মুখ-সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে। বাঁহাতি ওপেনার সৌম্য সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন, ওয়ানডে দলে নিয়মিত রানও করছেন। অন্যদিকে হাসান মাহমুদ দেশের পেস আক্রমণের অন্যতম ভরসা, টি-টোয়েন্টি ও ওয়ানডে—উভয় ফরম্যাটেই তার উপস্থিতি রয়েছে ধারাবাহিকভাবে। ফলে নোয়াখালীর ব্যাটিং ও পেস বোলিং, দুই দিকেই এই চুক্তিগুলো শক্ত ভিত্তি গড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
দলের বিদেশি পছন্দও বেশ আগ্রহের জন্ম দিয়েছে। ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড-হিটার জনসন চার্লসকে অন্তর্ভুক্তির প্রক্রিয়া প্রায় শেষ করেছে তারা। একই সঙ্গে আলোচনায় রয়েছে অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও নিউজিল্যান্ডের জিমি নিশাম। যদিও কারও সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং পুরো মৌসুমে তারা পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়, তবু নোয়াখালীর বিদেশি তালিকা থেকেই বোঝা যায়, তারা প্রথম মৌসুমেই প্রতিযোগিতার কেন্দ্রে থাকতে চায়।
এবারের বিপিএল শুরু হবে ১৯ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। ছয় দলের এ আসরে রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস পরিচালনা করবে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহীর দায়িত্বে নাবিল গ্রুপ, সিলেটের মালিক ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে আছে চ্যাম্পিয়ন স্পোর্টস। নিলামের আগে প্রতিটি দলই দেশি ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে সরাসরি চুক্তিতে ব্যস্ত সময় পার করছে।
নিলামে অংশ নিতে বিদেশি তালিকায় নাম দিয়েছেন ৫০০ জনের বেশি ক্রিকেটার, যেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন। দেশি ক্রিকেটারের তালিকায় আছেন মোট ১৫৮ জন।









Discussion about this post