বিপিএলের দ্বাদশ আসরের নিলামকে সামনে রেখে চলছে চূড়ান্ত প্রস্তুতি, আর ৩০ নভেম্বরের এই অনুষ্ঠানকে ঘিরে ক্রিকেট মহলে জমে উঠেছে ব্যাপক আলোচনা। দীর্ঘ প্রতীক্ষার পর নিলামের দিন ঘোষণায় স্বস্তি ফিরেছে দলগুলো ও ক্রিকেটারদের মধ্যে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আবেদন করেছিলেন ৫০০ জনেরও বেশি, তবে কঠোর বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় নাম এসেছে ২৫০ জনের। দেশি ক্রিকেটারদের মধ্য থেকেও নির্বাচিত হয়েছেন ১৫৮ জন, যারা বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে নিলামে অংশ নেবেন।
সবচেয়ে আলোচিত ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন তিনজন স্থানীয় ক্রিকেটার-নাঈম শেখ ও লিটন দাসসহ আরেকজন। এই সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ টাকা, যা বোঝায় যে দলগুলো এদের নিয়ে তীব্র প্রতিযোগিতায় নামতে পারে।
‘বি’ ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞতার ছাপ বহন করা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সঙ্গে আরও রয়েছেন শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শান্ত, সৌম্য সরকারসহ মোট ১৫ জন। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা, যা এটিকে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বের তালিকা হিসেবে দাঁড় করিয়েছে।
‘সি’ ক্যাটাগরি গঠিত হয়েছে ১৮ জন ক্রিকেটারকে নিয়ে, যাদের ভিত্তিমূল্য ২২ লাখ টাকা। এখানে উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন আকবর আলি, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুমিনুল হক ও এবাদত হোসেন। তাদের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম দলগুলোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর পরের ধাপে রয়েছে ‘ডি’ ক্যাটাগরি, যেখানে ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন ১৯ জন ক্রিকেটার। এই তালিকায় আছে নাসির হোসেন, মৃত্যঞ্জয় চৌধুরি, হাসান মুরাদ ও আলাউদ্দিন বাবুর মতো খেলোয়াড়।
বিস্তৃত ‘ই’ ক্যাটাগরির তালিকায় রয়েছে ৩৭ জন ক্রিকেটার, যাদের ভিত্তিমূল্য ১৪ লাখ টাকা। তাদের মধ্যে সোহাগ গাজী, শাহাদাত হোসেন দিপু ও শামসুর রহমানের মতো পরিচিত নামও রয়েছে। আর সর্বনিম্ন ভিত্তিমূল্যের ‘এফ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মোট ৬৬ জন ক্রিকেটার, যাদের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ১১ লাখ টাকা।









Discussion about this post