ওয়ানডে সিরিজে সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন মিশনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ছোট ফরম্যাটেও সেই জয়যাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা লাল-সবুজদের।
দুপুরে চট্টগ্রামে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ দল, বিকেলে পৌঁছায় বাংলাদেশ দল। বন্দরনগরী এখন দুই দলের ক্রিকেটীয় পদচারণায় সরব। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
ওয়ানডে সিরিজে লিটন দাসরা জয় নিয়ে ফিরেছেন মিরপুর থেকে। এবার তাঁর নেতৃত্বে শুরু হচ্ছে টি-টোয়েন্টি অধ্যায়। ইনজুরির কারণে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন লিটন। সাইড স্ট্রেইন ইনজুরি কেটে এখন পুরোপুরি ফিট, আর সেই সঙ্গে দলে ফিরে পাচ্ছেন তাঁর পুরোনো নেতৃত্বের দায়িত্বও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে ঘোষণা করেছে সিরিজের প্রথম দুই ম্যাচের দল। আগের স্কোয়াড থেকে একটিমাত্র পরিবর্তন এসেছে-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দেওয়া হয়েছে।
দলে তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারী ও মাহেদি হাসানদের মতো তরুণরা থাকছেন, যারা সাম্প্রতিক সময়ের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে রয়েছেন। বোলিং আক্রমণে নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, সঙ্গে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
বাংলাদেশের ঘোষিত দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও ঘোষণা করেছে শক্তিশালী দল। শাই হোপের নেতৃত্বে থাকা ক্যারিবীয়রা এবার ছোট ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চাইছে। তাদের দলে যুক্ত হয়েছেন অভিজ্ঞ জেসন হোল্ডার ও স্পিনার খারি পিয়েরে। ওয়ানডে সিরিজে দলে না থাকা পিয়েরে এবার টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খারি পিয়েরে, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।










Discussion about this post