জাতীয় দলের জার্সিতে নেই বছর খানেক ধরেই। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব আল হাসান এখনো পুরোপুরি সক্রিয়। দেশের বাইরে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এবার একদিনেই তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের খবর জানিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।
ভারতের ইন্ডিয়ান হেভেন লিগ, যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগ (জিসিএল) ইউএসএ, আর আবুধাবির টি-টেন লিগ-এই তিন লিগেই খেলবেন সাকিব আল হাসান।
কাশ্মীরের শ্রীনগরের বকশী স্টেডিয়ামে ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে ইন্ডিয়ান হেভেন লিগ। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন তাঁর অংশগ্রহণের বিষয়টি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও অস্ট্রেলিয়ার শন মার্শের মতো তারকারাও থাকবেন এই লিগে।
এর আগে ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ। সেখানে হিউস্টন রাইডার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। এই টুর্নামেন্টেও অংশ নিচ্ছেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল ও ইমরান তাহিরের মতো নামজাদা ক্রিকেটার।
তৃতীয় লিগ হিসেবে সাকিবকে দলে নিয়েছে আবুধাবি টি-টেন লিগের রয়্যাল চ্যাম্পস। এই দলে রয়েছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসসহ একাধিক আন্তর্জাতিক তারকা। দলে কোচ হিসেবে আছেন টাইগারদের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। টুর্নামেন্ট শুরু হবে ১৮ নভেম্বর থেকে।
সাকিবের সাম্প্রতিক সময়টাও বেশ ব্যস্ত ছিল। মে মাসে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স শিরোপা জেতে তার উপস্থিতিতে। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ার-এর হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সম্প্রতি কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন মন্ট্রিল রয়্যাল টাইগার্সকে। যদিও ফাইনালে ব্র্যাম্পটন ব্লিটজের কাছে হেরে শিরোপা হারাতে হয় তার দলকে।
জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বের নানা প্রান্তে ব্যাট-বলের লড়াইয়ে সাকিব যেন ব্যস্ত হয়ে উঠছেন আরও!
Discussion about this post