বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এবারের স্কোয়াডে রয়েছে কিছু পরিবর্তন ও চমক, বাদ পড়েছেন কয়েকজন মুখ, আবার ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটাররাও।
সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, সর্বশেষ আফগানিস্তান সিরিজে দলে থাকা মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা এবার জায়গা পাননি। দুজনই আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে একাদশে ছিলেন। সেই ম্যাচে নাঈম ২৪ বল খেলে মাত্র ৭ রান করেন, আর নাহিদ রানা ৮.২ ওভারে ৫৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। তাদের পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইনজুরির কারণে আগের সিরিজে না থাকা লিটন দাস এবারও দলের বাইরে রয়েছেন। তার জায়গায় ব্যাটিং লাইনআপে ফিরেছেন সৌম্য সরকার। ভিসা সমস্যার কারণে আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি তিনি। সবশেষ তিনি জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ফেব্রুয়ারিতে। অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনার এখন পর্যন্ত ৭৬টি ওয়ানডে ম্যাচে ২১৯৮ রান করেছেন, যার মধ্য দিয়ে তার উপর আবারও আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা মাহিদুল ৯৬ ম্যাচে ৪টি সেঞ্চুরিসহ ৩৪২৯ রান করেছেন ৪৪.৫৩ গড়ে। এর আগে তিনি একটি টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তবে ওয়ানডে দলে এটি তার প্রথম সুযোগ।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৮, ২১ ও ২৩ অক্টোবর ম্যাচগুলো হবে যথাক্রমে, আর প্রতিটি শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে। এরপর দুই দল চট্টগ্রামে গিয়ে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ-যা অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
নতুন এই দলে নেতৃত্বে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অধীনে খেলবে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত স্কোয়াড। ব্যাটিং অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, শান্ত, হৃদয়, সৌম্য, সাইফ এবং মাহিদুল। উইকেটের পেছনে দায়িত্ব ভাগ করে নিতে পারেন জাকের আলি অনিক ও সোহান। বোলিং আক্রমণে থাকছেন তাসকিন, মুস্তাফিজ, তানজিম ও হাসান মাহমুদ।
ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
Discussion about this post