২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। গত কয়েক বছরের তুলনায় এটি অন্যতম নিম্ন ফলাফল। তবে জাতীয়ভাবে হতাশাজনক ফলাফলের মাঝেও বাংলাদেশের ক্রীড়াবিদদের পারফরম্যান্স কিছুটা উজ্জ্বল চিত্র তুলে ধরেছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এ বছর ১৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৪৭ জন উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৯২.৪৫ শতাংশ। আঞ্চলিক বিকেএসপিগুলোতে মাধ্যমিক পর্যায় থাকলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা শুধুমাত্র সাভার বিকেএসপিতে পরিচালিত হয়।
বিকেএসপি থেকে অংশ নেওয়া উল্লেখযোগ্য ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। সাগর পেয়েছেন জিপিএ ৩.০৮, আলিফ পেয়েছেন ৩.৮৩। তবে ভূগোল বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন মারুফা।
বিকেএসপি থেকে এবার মোট ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে সর্বোচ্চ জিপিএ অর্জন করেছেন। জিপিএ-৫ পাওয়া অন্যরা হলেন-টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা।
বিকেএসপির বাইরেও জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের মধ্যে কয়েকজন ভালো ফল করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটে থাকা যুব এশিয়া কাপ জয়ী পেসার মারুফ মৃধা পেয়েছেন জিপিএ ৪.২৫, লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন জিপিএ ৪। আরেক তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণও উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে, যদিও তিনি নিজের ফলাফল প্রকাশ করেননি।
Discussion about this post