দুটো ম্যাচ জিতলেই সুপার লিগ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং নামিবিয়া। আপাদ দৃষ্টিতে মনে হচ্ছে হাতছানি দিচ্ছে সুপার লিগ। কিন্তু লড়াইটা তেমন সহজ হবে না। অজিরা তিনবারের চ্যাম্পিয়ন। আফগানরাও এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হয়তো কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।
তবে প্রস্তুত বাংলাদেশের তরুন ক্রিকেটাররা। সুপার লিগে খেলার লক্ষ্য নিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তরুন ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দলের অধিনায়ক মেহদি হাসান বলেন, ‘শুরুতে আমাদের লক্ষ্য সুপার লিগ। তারপর ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। দুটো ম্যাচ জিতলেই সুপার লিগ। তবে আমরা তিনটি ম্যাচই জিততে চাই।’
প্রতি গ্রুপ থেকে দুটি দল উঠবে সুপার লিগে।
১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ। ১৫ ফেব্র“য়ারি নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের তরুনরা। ১৭ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নামিবিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ ১৯ ফেব্রুয়ারি।
বাংলাদেশ দল
মেহেদি হাসান (অধিনায়ক), আবু হায়দার, জয়রাজ শেখ, জুবায়ের হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন, নুর আলম, সাদমান ইসলাম, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, নিহাদ-উজ-জামান, রাহাতুল ফেরদৌস, সাঈদ সরকার এবং ইয়াসির আলী চৌধুরী।
Discussion about this post