শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছে মুশফিকুর রহীমকে। আঙ্গুলের চোট মাঠের বাইরে পাঠিয়ে দিল বাংলাদেশ অধিনায়ককে। মুশফিককে বিশ্রামে রেখে বুধবার সিরিজের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
অলরাউন্ডার ফরহাদ রেজা দুই বছরেরও বেশি সময় পর ফের দলে ফিরেছেন। ডাক পেয়েছেন আরাফাত সানি এবং সাব্বির রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টুয়েন্টি ম্যাচে ডেঙ্গু জ্বরের জন্য খেলতে পারেননি সাকিব আল হাসান। তবে লঙ্কানদের বিপক্ষে দলে আছেন তিনি।
এদিকে মুশফিকের জায়গায় উইকেটকিপার হিসেবে রাখা হয়েছেন মিঠুন আলীকে। চট্রগ্রাম টেস্টে মুশফিকের জায়গায় শামসুর রহমান শুভ দিন কিপিং করেন। টেস্টের প্রথম দিন বিকেলে আল-আমিনের একটি ডেলিভারি গ্লাভসে নিতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে চোট পান মুশফিক।
১২ ও ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিরিজের দুটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টি-টুয়েন্টি দল-
তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, মিঠুন আলী, মমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সোহাগ গাজী, আরাফাত সানি, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং আল-আমিন।
Discussion about this post