বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচক প্যানেলে নতুন করে যুক্ত করল দুই সাবেক ক্রিকেটারকে। পুরুষ দলের নির্বাচক কমিটিতে এসেছেন হাসিবুল হোসেন শান্ত, আর নারী ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।
গেল ফেব্রুয়ারিতে হান্নান সরকার পদত্যাগের পর জাতীয় দলের নির্বাচক কমিটি কার্যত সীমাবদ্ধ হয়ে পড়েছিল কেবল গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাককে ঘিরে। টানা সাত মাস ধরে দুইজনকেই সামলাতে হয়েছে পুরো দায়িত্ব। তাই চাপ কমাতে এবং দল নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে নতুন নির্বাচক নিয়োগ দিল বিসিবি। আলোচনায় ছিলেন সাজ্জাদ হোসেন শিপনও, তবে শেষ পর্যন্ত নির্বাচিত হলেন শান্ত।
অন্যদিকে নারী ক্রিকেটের নির্বাচক প্যানেল এতদিন ছিল এক সদস্যের। সাজ্জাদ আহমেদ শিপন একাই সামলাতেন দায়িত্ব। তবে মাসের শেষে নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বিসিবি যুক্ত করল দেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনকে। আগামী ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি। যদিও তার চুক্তির মেয়াদ এখনও জানায়নি বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে কিছুদিন আগে বিদায় নিলেও ঘরোয়া আসরে নিয়মিত খেলছিলেন সালমা। কিন্তু নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দিয়ে আসা সালমা এবার নতুন ভূমিকায় তার অভিজ্ঞতা কাজে লাগাবেন-যা বিশ্বকাপের আগে দলকে কৌশলগতভাবে এগিয়ে নিতে পারে।
Discussion about this post