আবুধাবিতে শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেট নিয়ে কঠিন মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। তিনি মনে করেন, টেস্ট মর্যাদা পাওয়ার পর গত দুই দশকে বাংলাদেশের উন্নতির যে ধারা তৈরি হওয়ার কথা ছিল, বাস্তবে তা হয়নি। বরং টাইগাররা দীর্ঘদিন ধরেই এক জায়গায় আটকে আছে।
পোস্ট ম্যাচ আলোচনায় আকাশ বলেন, বাংলাদেশের অবস্থান তাদের সামর্থ্যের তুলনায় অনেক পিছিয়ে, ‘বাংলাদেশ যেখানে থাকার কথা, সেখান থেকে তারা বহু দূরে। এশিয়া কাপ জেতার সামর্থ্য যদি ২০-২৫ বছর পরও না আসে, তবে বুঝতে হবে সমস্যাটা গভীরে। বাংলাদেশ ক্রিকেট থেমে আছে পুরোনো জায়গায়।’
চোপড়া বাংলাদেশের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-তিন বিভাগেই দুর্বলতা খুঁজে পান। তার মতে, প্রথম দুই ওভারেই যখন উইকেট মেডেন হয়, তখনই দল পিছিয়ে পড়ে। সেই চাপ সামলাতে না পারায় ম্যাচ কার্যত ১৮ ওভারে সীমিত হয়ে যায়। ব্যাটারদের অভিজ্ঞতার ঘাটতি, শৃঙ্খলার অভাব এবং ধারাবাহিকভাবে উইকেট হারানোই মূলত পরাজয়ের কারণ।
তিনি আরও জানান, ১৪০ রান কখনোই জয়ের নিশ্চয়তা দিতে পারে না। উপরন্তু ক্যাচ মিস এবং ফিল্ডিংয়ের ভুলে দলকেই দায় নিতে হবে। যদিও শামীম ও জাকের চেষ্টা করেছিলেন, কিন্তু তা ম্যাচ ঘোরানোর মতো যথেষ্ট ছিল না।
শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩২ বল হাতে রেখেই শ্রীলঙ্কা জয় তুলে নেয় ৬ উইকেটে। ফলে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য সুপার ফোরে যাওয়া কঠিন হয়ে পড়েছে। শুরু থেকেই যেখানে লক্ষ্য ছিল সুপার ফোরে পা রাখা, সেখানে শ্রীলঙ্কার কাছে এই হা সেই স্বপ্নকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে।
Discussion about this post