আবুধাবির গরম সন্ধ্যায় যখন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, তখন কে ভেবেছিল প্রথম ২ ওভারে ২ ওপেনার ফিরবেন শূন্য রানে? কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটাই আবারও প্রমাণ করলেন শামীম হোসেন ও জাকের আলি অনিক। তাদের অবিচ্ছিন্ন ৮৬ রানের পার্টনারশিপে ভর করেই ২০ ওভারে ১৩৯ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।
আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে শুরুটা যেন দুঃস্বপ্ন। পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিম-দুই ওপেনারই রানের খাতা না খুলেই ফিরে যান। ২ ওভারের মাথায় স্কোরবোর্ডে ২ উইকেট, রান ০!
এরপর কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। কিন্তু হৃদয়ের অপ্রত্যাশিত রানআউট এবং এরপর মেহেদী হাসানের ব্যর্থতায় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার মতো পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ।
সেই জায়গা থেকেই এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছেন জাকের ও শামীম। ধীরে ধীরে ইনিংস মেরামত, স্ট্রাইক রোটেশন, সময় বুঝে বড় শট—দুজনের ব্যাটিং যেন কৌশলের পাঠশালা। এক প্রান্তে শামীম খেলেন কিছু চমৎকার স্কুপ ও কাট শট, অন্যদিকে জাকের নিশ্চিত করেন স্টেডিয়ামে শ্রীলঙ্কান বোলারদের জন্য কোনো সহজ বল থাকবে না।
শামীমের ইনিংসে ছিল ১টি ছক্কা ও ৪টি চারের মার, এর মধ্যে মাথিশা পাথিরানার বিরুদ্ধে মারা ছক্কাটি ছিল দারুণ দর্শনীয়। অন্যদিকে জাকের ছিলেন আরও ধীরস্থির কিন্তু কার্যকরী।
শ্রীলঙ্কার বোলাররা অবশ্য শুরুতে দুর্দান্ত ছিল। ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিলেন আগ্রাসী, নিয়েছেন ২ উইকেট। থুসারা ও চামিরাও নিয়েছেন একটি করে উইকেট।
Discussion about this post