এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আবুধাবি স্টেডিয়ামে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা, ফলে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচে খেলা ডানহাতি পেসার তাসকিন আহমেদকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে, তার পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে ভিন্ন বৈচিত্র্য আনতেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানালেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে তার। তাই আগে ব্যাটিং করতে তেমন সমস্যা নেই তাদের। এর আগের আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন লিটন। রান তাড়ায় হংকংকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ দল।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যান:
টি-টোয়েন্টিতে মোট ম্যাচ: ২০
বাংলাদেশ জয় পেয়েছে: ৮
শ্রীলঙ্কা জয় পেয়েছে: ১২
শেষ ১৬ ম্যাচে দুই দলের ফলাফল: ৮-৮ সমতা
এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে ফল: ১-১ সমতা
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post