এশিয়া কাপে আজ রাতে বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মন্তব্য আলোচনায়। তাদের চোখে শ্রীলঙ্কাই পরিষ্কার ফেভারিট, এমনকি ফাইনালেও জায়গা করে নেবে দিমুথ করুণারত্নেদের দল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে সিরিজে হারালেও মিসবাহ উল হক মনে করেন, এশিয়া কাপে লঙ্কানরা এগিয়ে। তিনি বলেন, ‘বাংলাদেশ কিছুটা আত্মবিশ্বাসী থাকবে, কারণ তারা সিরিজে জিতেছে। তবে শ্রীলঙ্কা দলে ম্যাচ জেতার মতো সবকিছুই আছে।’
শোয়েব মালিকের বিশ্লেষণ আরও সরাসরি। তার মতে, ভারত যেখানে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল, শ্রীলঙ্কা কাগজে-কলমে দ্বিতীয় সেরা, ‘শ্রীলঙ্কার দল ভালো। টুর্নামেন্টে তারা অনেক দূর যাবে বলে আমার বিশ্বাস।’
অন্যদিকে শোয়েব আখতার শ্রীলঙ্কার প্রতিভায় মুগ্ধ হলেও তাদের বড় ঘাটতি হিসেবে উল্লেখ করেছেন আত্মবিশ্বাসের অভাবকে। তিনি বলেন, ‘ভারতের দুটি জিনিস শ্রীলঙ্কার নেই-একটা টাকা, আরেকটা আত্মবিশ্বাস। তবে যদি আত্মবিশ্বাস থাকে, শ্রীলঙ্কা ফাইনাল খেলবে।’একইসঙ্গে তিনি মনে করছেন, বি-গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে যাবে, বাংলাদেশ নয়।
Discussion about this post