এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ শুরুর আগে একাদশে নজর কাড়ল বেশ কিছু চমক।
আজ একাদশের শুরুতেই আছেন দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। প্রস্তুতি ম্যাচ আর ক্যাম্পে ভালো করার পুরস্কারই যেন পেলেন দুজন।
চার নম্বরে টিকে গেছেন ফর্মহীন তাওহীদ হৃদয়। তার সঙ্গে মিডল অর্ডারে আছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। লিটন দাস নিজে ব্যাটিং অর্ডারের পাশাপাশি সামলাচ্ছেন উইকেটরক্ষকের দায়িত্বও।
পেস আক্রমণ সাজানো হয়েছে তিনজন দিয়ে-তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। অন্যদিকে স্পিন আক্রমণে আছেন অফস্পিনার শেখ মেহেদী হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাটিং-বোলিং মিলিয়ে একাদশে ভারসাম্য রাখার চেষ্টা স্পষ্ট।
বাংলাদেশের জন্য এশিয়া কাপ অভিযান শুরুর ম্যাচটাই পরীক্ষা। ২০১৪ সালের সেই হারের দাগ মুছতে জয়ের বিকল্প নেই লিটনদের জন্য।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
হংকং একাদশ
জিশান আলী, আংশি রাথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।
Discussion about this post