২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে গড়ে উঠছে অনন্য দৃষ্টান্ত। টুর্নামেন্টের সব ম্যাচ পরিচালনা করবেন নারী কর্মকর্তারা-এটাই প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে তালিকা প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের নামও উজ্জ্বলভাবে উঠেছে। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন আম্পায়ার সাথিরা জাকির জেসি।
আইসিসির ১৮ সদস্যের এই প্যানেলে রয়েছেন ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি। জেসির পাশাপাশি দায়িত্ব পালন করবেন ক্লেয়ার পোসাক, জ্যাকুলিন উইলিয়ামস, লরেন এগেনবাগ, কিম কটনসহ নামকরা নারী আম্পায়াররা। রেফারি হিসেবে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।
বাংলাদেশের জেসি এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করেছেন। নারী এশিয়া কাপ, অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তিনি সফলভাবে আম্পায়ারিং করেছেন। এবার বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে দায়িত্ব পাওয়া তাঁর ক্যারিয়ারের বড় সাফল্য।
হাইব্রিড মডেলে আয়োজিত হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তান দল ভারত সফর না করায় তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। অন্যদিকে ভারতের ভেন্যুগুলোতে খেলবে বাকি দলগুলো। বাংলাদেশসহ মোট আট দল অংশ নেবে টুর্নামেন্টে, যা চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
মাঠের খেলায় যেমন বাংলাদেশ নারী দল নিজেদের জায়গা তৈরি করেছে, তেমনি এবার মাঠের বাইরেও এক বড় মাইলফলক ছুঁলো দেশ। সাথিরা জাকির জেসি বিশ্বকাপে দায়িত্ব পালন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন, যা আগামীর নারী আম্পায়ারদের জন্য হবে অনুপ্রেরণার গল্প।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ কর্মকর্তা যারা-
আম্পায়ার: সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন, সারাহ ড্যামনেভানা
ম্যাচ রেফারি: ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী, মিচেল পেরেইরা
Discussion about this post