টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নতুন স্বপ্ন নিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় প্রতিপক্ষ হংকং। প্রথম ম্যাচ দিয়েই লিটন দাসের দল চাইছে দারুণ শুরু। শিরোপা জয়ের দীর্ঘ পথচলার প্রথম ধাপ হতে পারে এই ম্যাচ।
টি–টোয়েন্টিতে বদলে যাচ্ছে বাংলাদেশের খেলার ধরন। বিশেষ করে পাওয়ার–হিটিং বাড়াতে কাজ করেছেন ইংলিশ বিশেষজ্ঞ জুলিয়ান উড। ব্যাটিংয়ে বাড়তি আগ্রাসন ও আত্মবিশ্বাসের ছাপ ইতোমধ্যে দেখা গেছে। এবার এশিয়া কাপে সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইছেন লিটনরা।
ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে লিটন দাস জানালেন, টুর্নামেন্টের কথা ভেবে নয়, দল আপাতত মনোযোগ দিচ্ছে প্রথম ম্যাচেই, ‘ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমরা নেতিবাচক কিছু ভাবছি না। মাঠে নামব জেতার উদ্দেশ্য নিয়েই।’
আবুধাবির গরমে খেলা সহজ হবে না। তবে লিটনের বিশ্বাস, দুই দলের জন্যই সমান পরিস্থিতি থাকবে। তিনি বলেন, ‘গরমে শক্তি বাঁচিয়ে কীভাবে শতভাগ উজাড় করে দেওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য।’
শুরুটা হংকংয়ের বিপক্ষে হলেও দলীয় পরিকল্পনা স্পষ্ট-ম্যাচ বাই ম্যাচ ধরে এগোনো। টানা সাফল্যের আত্মবিশ্বাস আর নতুন প্রস্তুতির ছোঁয়া নিয়ে এবার এশিয়া কাপে বাংলাদেশ কতটা দূর এগোয়, সেটিই এখন দেখার বিষয়।
Discussion about this post