এশিয়া কাপে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ হংকং। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছিল হংকং। সেই লজ্জাজনক হারের স্মৃতি পেছনে ফেলে এবার ফেভারিট হিসেবেই মাঠে নামছে টাইগাররা।
শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের কণ্ঠেও শোনা গেল দৃঢ় প্রত্যয়, ‘আমরা শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত। টানা সিরিজ জয় আমাদের অনুপ্রাণিত করছে, এবার লক্ষ্য সেরা ক্রিকেট খেলা।’
তিনবার ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। এবারও সেই স্বপ্নে চোখ রাখছেন লিটন, ‘ইতিহাস তো ভাঙার জন্যই তৈরি। আমরা এবারও ট্রফির জন্য লড়ব।’
অন্যদিকে হংকংয়ের অনুপ্রেরণা ২০১৪ সালের সেই একমাত্র জয়। অলরাউন্ডার নিজাকাত খান মনে করেন, ‘টি-টোয়েন্টি এমন এক খেলা যেখানে এক-দুই ওভারেই ম্যাচ ঘুরে যেতে পারে। আমরা প্রস্তুত।’
‘বি’ গ্রুপে বাংলাদেশ, হংকং ছাড়াও আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। রান রেটের হিসাব মাথায় রেখে টাইগাররা আজ বড় জয়ের দিকেই নজর দেবে।
Discussion about this post