বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, সাবেক অধিনায়কের কোটায় (‘সি’ ক্যাটাগরি) অংশ নেবেন তিনি।
বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘চিন্তাভাবনা আগে থেকেই করে রেখেছিলাম। সাবেক অধিনায়কদের একটা সুযোগ আছে, ক্যাটাগরি সি। এখনো জানি না কীভাবে হবে, তবে চিন্তাভাবনা ইতিবাচক রেখেছি। সব ঠিক থাকলে অবশ্যই নির্বাচন করব।’
তিনি আরও বলেন, ‘আমি অনেকদিন ধরে বিসিবির সঙ্গে কাজ করছি। কোথায় উন্নতি দরকার, কোথায় আরও কাজ করতে হবে-এসব জানা আছে। যদি সুযোগ পাই, আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হবে।’
বর্তমানে বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন নান্নু। এর আগে দীর্ঘ সময় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরে জাতীয় দলে উঠে এসেছেন অনেক তরুণ ক্রিকেটার। নির্বাচক হওয়ার আগে বয়সভিত্তিক দল ও হাই-পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
বিসিবির নির্বাচনে সাধারণত তিনটি ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন-জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব থেকে ১২ জন এবং ক্যাটাগরি ‘সি’ (বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সাবেক ক্রিকেটার) থেকে একজন। এই শেষ ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু।
তার নির্বাচনে নামার ঘোষণা ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, তিনি শেষ পর্যন্ত প্রার্থিতা নিশ্চিত করে নির্বাচনী লড়াইয়ে নামেন কি না এবং তার অংশগ্রহণে বোর্ডে কী ধরনের পরিবর্তনের আভাস মেলে।
Discussion about this post