বাংলাদেশ ক্রিকেটের সামনে অক্টোবর মাস একসাথে বয়ে আনছে দুই রকম ব্যস্ততা। একদিকে মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, অন্যদিকে বোর্ডরুমে বিসিবির নির্বাচন।
১৫ অক্টোবর ঢাকায় নামবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর শুরু হবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির লড়াই। ১৮ অক্টোবর সিলেটে শুরু হবে প্রথম ওয়ানডে। তিন ম্যাচের মধ্যে দুটি সিলেটে, একটি চট্টগ্রামে। একই মাঠে হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে মিরপুরে। সবশেষ ম্যাচ ১ নভেম্বর।
গত সফরে ক্যারিবীয় মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ, তবে ইতিহাস গড়ে প্রথমবার প্রতিপক্ষকে তাদের মাঠেই টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল টাইগাররা। এবার তাই প্রত্যাশা থাকছে নতুন কিছু করার।
খেলার মাঠের বাইরে আলোচনায় আছে বিসিবি নির্বাচন। অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা। গুঞ্জন উঠেছিল ‘অ্যাডহক কমিটি’ নিয়েই হয়তো সমাধান হবে, তবে ক্লাব সংগঠনগুলোর প্রতিবাদে নির্বাচন নিশ্চিত হয়েছে। তারিখ ধরা হচ্ছে ৪ অক্টোবর। সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রবেশে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে।
অন্যদিকে মাঠে বাংলাদেশ দল ছন্দে আছে। নেদারল্যান্ডসকে হারিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়েছে তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও বোর্ডের সমন্বয়েই এসেছে এই সাফল্য। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই জয়গুলো বড় প্রেরণা যোগাচ্ছে।
Discussion about this post