সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দর্শকদের মন জয় করে নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে মাত্র ১০৩ রানে আটকে রেখে বাংলাদেশ ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে তুলে নিয়েছে জয়। এই জয়ের তিন ম্যাচের সিরিজে টাইগাররা এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ জয়।
আজ টসে হেরে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস শুরু থেকেই চাপে পড়ে। দলের ১৪ রানের মাথায় ১০ বলে ৮ রান করা ওপেনার ম্যাক্স ও’দোদকে ফেরান নাসুম আহমেদ। পরের বলেই তেজা নিদামানুরুকে ফেরান তিনি। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা পূর্ণ হয়নি। ১৭ বলে ২৪ রান করা বিক্রমজিত সিংকে ফেরান তাসকিন আহমেদ।
এদিন পাওয়ারপ্লের ছয় ওভারে ৪০ রান তুললেও ডাচরা হারায় তিন উইকেট। শেষদিকে দলের হাল ধরেন আরিয়ান দাত। তিনি ২৪ বলে ৩০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। শেষ উইকেটে ড্যানিয়েল ডোরামের সঙ্গে ২২ রানের জুটি গড়ে দলকে তিন অঙ্কে পৌঁছে দেন। নেদারল্যান্ডস ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ তিনটি উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন। তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান ১টি করে উইকেট নেন। নেদারল্যান্ডসের পক্ষে একমাত্র উইকেট নেন কাইল ক্লেইন।
জবাব দিতে নেমে বাংলাদেশ সাবলীল ব্যাটিং শুরু করে। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দারুণভাবে ক্রিজে সময় কাটান। ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান। ২১ বলে ২৩ রান করে ইমন সাজঘরে ফেরার পর অধিনায়ক লিটন দাস যোগ দেন। তানজিদ ও লিটনের মধ্যে তৈরি হয় দারুণ জুটি, যা দলের জয়ের পথকে আরও সুগম করে।
শেষ দিকে ধীরেসুস্থে এগোতে থাকে দুই ব্যাটার। তানজিদ ৪০ বলে ৫৪ রান করে ফিফটি স্পর্শ করেন। লিটন দাস ১৮ বলে ১৮ রান করে দলের জয় নিশ্চিত করেন। ১৪তম ওভারের প্রথম বলে কাইল ক্লাইনকে চার মেরে জয়ের ছক্কা মেরে দেন তানজিদ হাসান তামিম।
হেসেখেলে, সাবলীল ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ একাধারে সিরিজ জয় নিশ্চিত করেছে। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। যদি বাংলাদেশ সেখানে জিততে পারে, তাহলে তারা নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করবে।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ১৭ ওভারে ১০৩ (ও’ডাউড ৮, ভিক্রামজিৎ ২৪, নিদামানুরু ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, ক্রোস ২, জুলফিকার ২, ক্লেইন ৪, প্রিঙ্গল ১৬, আরিয়ান ৩০, ফন মিকেরেন ৩, ডোরাম ২*; মেহেদি ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২-২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩-০-১৮-২)
বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০৪/১ (পারভেজ ২৩, তানজিদ ৫৪*, লিটন ১৮*; আরিয়ান ৪-০-১৪-০, ক্লেইন ২.১-০-২০-১, ফন মিকেরেন ৩-০-২৮-০, ডোরাম ২-০-১৩-০, ও’ডাউড ২-০-২৬-০)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
Discussion about this post