লর্ডসের ঐতিহাসিক মাঠে আবারও শিরোপা উৎসব করল ওভাল ইনভিন্সিবলস। ফাইনালে ট্রেন্ট রকেটসকে ২৬ রানে হারিয়ে তারা নিশ্চিত করল হ্যাটট্রিক শিরোপা। টুর্নামেন্টের প্রথম দুই আসরে জায়গা করে নিতে না পারলেও পরের তিন আসরে ট্রফি জিতে প্রমাণ করল তাদের আধিপত্য।
ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন ওপেনার উইল জ্যাকস। তার ঝলমলে ৭২ রানের ইনিংস দলকে এনে দেয় শক্ত ভিত। সঙ্গে জর্ডান কক্সও খেলেন কার্যকর ৪০ রানের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ১০০ বলে ইনভিন্সিবলস তোলে চ্যালেঞ্জিং ১৭২ রান।
রান তাড়ায় রকেটস শুরুটা ভালো করলেও ন্যাথান সাউটারের ঘূর্ণির সামনে ভেঙে পড়ে টপ অর্ডার। ম্যাচের শুরুতেই ধারাবাহিক আঘাত হেনে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। শেষ পর্যন্ত ২০ বলে মাত্র ২৫ রান খরচায় নেন তিন উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই রকেটস থামে ১৪২ রানে।
টুর্নামেন্টের প্রথম দুই আসরে ফাইনাল খেলতে না পারা ইনভিন্সিবলস ট্রফি জিতে নিল পরের তিন ট্রফি।
ইনভিন্সিবলসের এই জয় শুধু আরেকটি ট্রফি জয় নয়, বরং টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের আধিপত্যের সিলমোহর। বারবার প্রমাণিত হচ্ছে, তাদের নামের সঙ্গে থাকা ‘ইনভিন্সিবলস’-অপরাজেয়তার প্রতীকই বটে।
Discussion about this post