প্রায় তিন ঘণ্টার দীর্ঘ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ক্লান্ত শরীর নিয়েও তার কণ্ঠে ছিল দৃঢ়তা- জয়ের জন্য আলাদা কোনো কৌশল নয়, বরং দরকার নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারা।
প্রথমেই তাকে প্রশ্ন করা হয়, র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে হারলে সমালোচনা বাড়বে কিনা। সিমন্সের জবাব, ‘অস্ট্রেলিয়ার কাছে হারলেও সমালোচনা হয়, নেদারল্যান্ডসের কাছেও হারলে হবে। আসল বিষয় হলো আমরা কেমন খেলি। খারাপ খেললে সমালোচনা প্রাপ্য, ভালো খেলার পরও যদি ওরা জেতে, তবে সেটাই তাদের প্রাপ্য জয়।’
বাংলাদেশ কোচ মনে করেন, আন্তর্জাতিক মঞ্চে এখন আর কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। নেদারল্যান্ডসও সাম্প্রতিক দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে। তাই এই সিরিজকেই তিনি গুরুত্ব দিচ্ছেন, এশিয়া কাপকে আপাতত দূরে সরিয়ে, ‘এশিয়া কাপ পরের বিষয়। এখন সব মনোযোগ নেদারল্যান্ডস সিরিজে।’
দলের ইনজুরি আপডেটেও স্বস্তির খবর দিলেন সিমন্স। শামীম পাটোয়ারী ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন, পারভেজ ইমন চোট কাটিয়ে অনুশীলনে নেমেছেন। আর মোহাম্মদ সাইফউদ্দিনকে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে ব্যাটিং বিভাগে বিশেষ পরিশ্রম চলছে।
আগামীকাল শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগেই কোচ সিমন্সের স্পষ্ট ঘোষণা- জয়ের একমাত্র উপায় হলো নিজেদের সেরা ক্রিকেটটা খেলা!
Discussion about this post