সাম্প্রতিক সময়ে বিপিএল ফিক্সিং নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম উঠে এসেছে-দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। এর আগে ঢাকা ক্যাপিটালস বিষয়টি অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছিল। এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিলেট স্ট্রাইকার্সও।
এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স জানায়, সর্বশেষ বিপিএলে তাদের খেলোয়াড়, কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের কারও বিরুদ্ধে কোনো প্রমাণিত তথ্য তাদের কাছে নেই। ফিক্সিংয়ের অভিযোগে নাম আসায় তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘সিলেট স্ট্রাইকার্স সবসময়ই খেলার সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও দেবে। বিগত তিন মৌসুম ধরে সিলেট দল দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করে চলেছে।’
ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, ইতোমধ্যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তদন্ত কমিটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সম্পূর্ণ প্রস্তুত আছে। সিলেট স্ট্রাইকার্স দাবি করে, বিপিএলের শুরু থেকেই আইসিসি’র এন্টি-করাপশন ইউনিটের (এসিইউ) একজন কর্মকর্তা তাদের সঙ্গে থেকে ফেয়ার প্লে নীতিমালা নিশ্চিত করেছেন।
অভিযোগ প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি উল্লেখ করে, প্রমাণ ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ কোনো ফ্র্যাঞ্চাইজিকে নিরুৎসাহিত করে এবং ক্রিকেট উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। দলটির ভাষ্য অনুযায়ী, কোটি ভক্ত, খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট ও স্পনসরদের প্রতিনিধিত্ব করে সিলেট স্ট্রাইকার্স, তাই তারা কোনোভাবেই দুর্নীতি মেনে নেবে না।
Discussion about this post