এশিয়া কাপের জন্য পাকিস্তানের ঘোষিত দল ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুটি নাম—বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত সত্য হলো গুঞ্জন, থাকছেন না দুই অভিজ্ঞ তারকা। টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে তাদের বাইরে রেখে পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান, এশিয়া কাপেও সেই পথেই হাঁটল পিসিবি।
ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে থাকছেন সালমান আগা। পেস আক্রমণে ভরসার নাম শাহিন শাহ আফ্রিদি, তার সঙ্গী হিসেবে আছেন হারিস রউফ, হাসান আলী ও সালমান মির্জারা। স্পিন বিভাগে আছেন আবরার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ। ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতা যোগাচ্ছেন ফখর জামান, আর সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানরা নতুন রক্ত হিসেবে সুযোগ পেয়েছেন। উইকেটকিপার হিসেবে থাকছেন মোহাম্মদ হারিস।
এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে। পাকিস্তানকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ভারত, ওমান ও স্বাগতিক আমিরাত। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই ইতিমধ্যে বাড়ছে উত্তেজনা, গ্রুপ পর্বেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বীরা।
টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান খেলবে একটি প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজ। আফগানিস্তান ও আমিরাতকে নিয়ে শারজাহতে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর। সেখানেই নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ মিলবে নতুনভাবে সাজানো পাকিস্তান দলের।
পাকিস্তান দল
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
Discussion about this post