ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন আকবর আলী। সেই কিশোর অধিনায়ক আজও ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাট-বল হাতে শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না তিনি; খেলাটাকে ভেতর থেকে বোঝা এবং নতুনভাবে শেখার প্রতি তার আগ্রহ সবসময়ই প্রবল।
এই আগ্রহের ফলেই সম্প্রতি ইংল্যান্ডে গিয়ে শেষ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) লেভেল টু কোচিং সার্টিফিকেশন। বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রাম থেকে বিরতি নিয়েই সময় বের করেছিলেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে আকবর লিখেছেন, ‘খুব অল্প বয়স থেকেই কোচিং কোর্স করার ইচ্ছে ছিল। কারণ আমি বিশ্বাস করি এটি আমার খেলার মান বাড়াতে সাহায্য করবে, পাশাপাশি আমাকে মানুষ হিসেবেও বিকশিত করবে।’
কোর্স শেষে বিসিবি ও ইসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না বলেই মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বিশ্ব ক্রিকেটে খেলোয়াড়দের কোচিং কোর্স করার ধারা নতুন নয়। দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি এভাবে নিজের দক্ষতা বাড়িয়েছিলেন। আকবরও সেই পথেই হাঁটছেন-যা হয়তো আগামী দিনে তাকে শুধু একজন খেলোয়াড় নয়, একজন সম্পূর্ণ ক্রিকেট ব্যক্তিত্বে পরিণত করবে।
Discussion about this post