একসময় ওয়ানডে ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট। র্যাঙ্কিংয়ে একসময় ছয় নম্বরে ছিল টাইগাররা। কিন্তু বর্তমানে সেই জায়গা নেই। ৩৫০ রানের যুগে বাংলাদেশের দলে এখনও মিডল অর্ডারে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, ওয়ানডে দলে এখনও শেখার পর্যায় চলছে। তিনি বলেছেন, ‘মিডল অর্ডারে এখনও কাউকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এই জায়গায় অভিজ্ঞতা খুব দরকার।’
সালাউদ্দিন আরও জানান, বর্তমান খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত মিডল অর্ডারে ব্যাট করে না। ওয়ানডেতে ভূমিকা দ্রুত বদলাতে হয়-১০ ওভারের পর, ৩০ ওভারের পর কৌশল পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবে তিনি আশা দেখাচ্ছেন, নতুনরা সময় পেলেই দাপট দেখাতে পারবে, ‘একবার ছেলেরা পরিস্থিতি বুঝে খেলতে শিখলে আমরা এই জায়গাতেও ভালো করব। মিডল অর্ডারে এখনও অভ্যস্ত নই, আমরা শিখছি।’
Discussion about this post