বাংলাদেশের জার্সিতে দীর্ঘ বিরতি, বিপিএলেও দেখা মেলেনি। কিন্তু ক্রিকেটের বাইরে নন সাকিব আল হাসান। পিএসএল, গ্লোবাল সুপার লিগ, টি-টেন বিদেশি মঞ্চগুলোতে নিয়মিতই দেখা যায় তাকে। এবার তিন বছর পর ফিরছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামতে মুখিয়ে এই অলরাউন্ডার বললেন, ‘এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অ্যান্টিগাতে এসেছি। ভীষণ রোমাঞ্চিত। সিপিএলে খেলতে উন্মুখ হয়ে আছি, এই বছরটাও আমার হবে বলে আশা করি।’
ব্যাট হাতে ধার হারানো, বল হাতে অনিয়মিত পারফরম্যান্স, সবই ভুলে নতুন করে শুরু করতে চান সাকিব। বলেন, ‘দুই বিভাগেই যেন অবদান রাখতে পারি অ্যান্টিগার হয়ে, সেই চেষ্টা করছি।’
অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলাকে দেখছেন বাড়তি অনুপ্রেরণা হিসেবে, ‘স্যার ভিভিয়ান রিচার্ডস তেমনই একজন কিংবদন্তি। এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ কিছু। আশা করি, তার সঙ্গে দেখা করে অভিজ্ঞতা শেয়ার করব।’
সেন্ট কিটসে ২০২৫ সিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন সাকিবের অ্যান্টিগা, প্রতিপক্ষ সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টস। বাকি গল্প লিখবেন সাকিব-ব্যাটে, বলে, নাকি দুই হাতেই, তা এখন সময়ের অপেক্ষা।
Discussion about this post