সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে (ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি) খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে মাঠে নামার আগে তার সামনে সবচেয়ে বড় বাধা-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি।
ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে দুবাই ক্যাপিটালস গতকাল সন্ধ্যায় দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে তিনি প্রথমবারের মতো খেলবেন। কিন্তু একই সময়ে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফলে দেশের টুর্নামেন্ট বাদ দিয়ে বিদেশি লিগে যাওয়ার অনুমতি আদৌ মিলবে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
মুস্তাফিজ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, এবার একই ফ্র্যাঞ্চাইজির অধীনে নতুন এই লিগে সুযোগ পাচ্ছেন। এর আগে তিনি সানরাইজার্স হায়দরবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন। বিদেশি লিগেও ডাম্বুলা সিক্সার্স (লঙ্কা প্রিমিয়ার লিগ), লাহোর কালান্দার্স (পাকিস্তান সুপার লিগ) এবং সাসেক্স (ভাইটালিটি ব্লাস্ট) এর হয়ে মাঠ মাতিয়েছেন।
৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির নিলাম, তার আগেই দল নিশ্চিত হয়ে গেল দ্য ফিজের। তবে মুস্তাফিজের আইএল টি-টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র প্রয়োজন। কারণ এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগও শুরু হবে প্রায় একই সময়, যা তার খেলায় প্রভাব ফেলতে পারে।
Discussion about this post