আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। ৩২ ম্যাচে তাদের রেটিং এখন ৭৭, যা নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এক পয়েন্ট কম। পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের ফলে এই অদলবদল ঘটে।
এ বছরের ৫ মে প্রায় ১৯ বছর পর প্রথমবার দশ নম্বরে নেমেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে কিছুদিনের জন্য নয় নম্বরে ফিরলেও স্থায়ী হয়নি সেই অবস্থান।
বাংলাদেশের র্যাঙ্কিং যাত্রা শুরু হয়েছিল অনেক নিচ থেকে-২০০৫ সালের আগস্টে কেনিয়াকে টপকে দশে উঠে আসে দলটি। এক বছর পর জিম্বাবুয়েকে পেছনে ফেলে তারা পৌঁছে যায় নয় নম্বরে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছয় নম্বরে ওঠাই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারও ছয়ে উঠলেও ধারাবাহিকতার অভাবে র্যাঙ্কিং ধীরে ধীরে নেমে এসেছে, আর এখন সেই পুরনো দশ নম্বরেই ফিরতে হলো লাল-সবুজদের।
Discussion about this post