পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ছয় বছরের জয়খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডিএল পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে শাই হোপের দল। এর আগে ২০১৯ বিশ্বকাপে জয়ের পর টানা চার ম্যাচে হারতে হয়েছিল ক্যারিবীয়দের।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে। হাসান নওয়াজ অপরাজিত ৩৬ এবং হুসাইন তালাত ৩১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস নেন ৩ উইকেট।
বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান। শুরুটা একেবারেই ভালো হয়নি-মাত্র ১২ রানে দুই ওপেনারের বিদায়, কিছুক্ষণ পর কার্টিও ফিরলেন। এরপর হোপ ও রাদারফোর্ডের জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। নওয়াজের পরপর দুই আঘাতে তারা ফিরে গেলেও রোস্টন চেজ ও ম্যাক্সিমো গ্রিভস দায়িত্ব নিয়ে জয় নিশ্চিত করেন। চেজ ৪৭ বলে ৪৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন।
তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে যারা জিতবে ট্রফি তাদেরই!
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৫ ওভারে ১৭১/৭ (নওয়াজ ৩৬*, তালাত ৩১, শফিক ২৬; সিলস ৩/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.২ ওভারে ১৮৪/৫ (চেজ ৪৯*, রাদারফোর্ড ৪৫, হোপ ৩২; নওয়াজ ২/১৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী (ডিএল মেথড)।
ম্যাচসেরা: রোস্টন চেজ।
Discussion about this post