আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ উইকেট- সংখ্যাটি এখন শুধুই আর পরিসংখ্যান নয়, এটি মুস্তাফিজুর রহমানের নীরব রাজত্বের আরেকটি প্রমাণ। কাটার আর নিখুঁত লাইন-লেংথের যাদু দিয়ে তিনি টপকে গেছেন ইংল্যান্ডের আদিল রশিদকে। উঠেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় পাঁচ নম্বরে।
এটা এমন এক তালিকা, যেখানে ওপরে আছেন কেবল রথী-মহারথীরা- টিম সাউদি, রশিদ খান, সাকিব আল হাসান ও ইশ সোধি। মুস্তাফিজ সেখানে জায়গা করে নিয়েছেন ধীর অথচ দৃঢ় পদচারণায়।
তবে এই রেকর্ড কেবল ব্যক্তিগত সাফল্যের সীমায় আটকে থাকেনি। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ নির্ধারণী ম্যাচে তার সেই ১ উইকেট আর নিখুঁত বোলিংয়ের ভূমিকা ছিল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচেই ইতিহাস রচনা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে টাইগাররা।
তিন ম্যাচের এই সিরিজে প্রথমটিতে বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। পরের দুই ম্যাচে উইকেট পেয়েছেন দুইটি, তবে আসল কৃতিত্ব তার ইকোনমি রেটে। ২০২৪ সালের এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে যেসব ম্যাচ খেলেছেন, সবগুলোতেই জয় পেয়েছে বাংলাদেশ। এর পেছনে মুস্তাফিজের অবদান ছিল চোখে পড়ার মতো।
Discussion about this post