গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই ছিলেন দুর্দান্ত। ব্যাটে-বলে নৈপুণ্যে দলকে এনে দিয়েছিলেন জয়। কিন্তু এরপরই ছন্দপতন। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান। টানা দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবুও খেলার প্রতি ভালোবাসা হারাননি তিনি, বরং জানিয়েছেন-এই ভালোবাসাই তাঁকে টিকিয়ে রেখেছে।
৩৮ বছর বয়সী সাকিব খেলছেন বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। জাতীয় দলের বাইরে রয়েছেন অনেক দিন ধরে। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আনুষ্ঠানিকভাবেই। দেশে ফিরে টেস্ট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও বাস্তবে তা হয়নি। এর মাঝে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, যে কারণে আরও কিছুদিন মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে। তবে অ্যাকশন শুধরে আবারও ফিরে এসেছেন মাঠে।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংসের সঙ্গে বল হাতে ৪ উইকেট নিয়ে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। তবে এরপরের দুটি ম্যাচেই দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্যাটে করেন মাত্র ৭ রান, বল হাতে ছিলেন উইকেটশূন্য।
সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স আসে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। মাত্র ৪ রান করে বোল্ড হন মঈন আলির এক ডেলিভারিতে। বল হাতেও ৪ ওভারে ২১ রান দিলেও কোনো উইকেট তুলে নিতে পারেননি। দুবাই ম্যাচটি হারে ৫৭ রানের ব্যবধানে।
এমন ব্যর্থতার মধ্যেও মানসিকভাবে দৃঢ় সাকিব। গ্লোবাল সুপার লিগে সোমবার ম্যাচের আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। বলেন,
‘আমি মনে করি, সম্ভবত খেলাটির প্রতি ভালোবাসার জন্য। অনুর্ধ্ব-১৫, অনুর্ধ্ব-১৯ খেলার সময়কার মতো এখনও আমি খেলাটাকে ভালোবাসি। আমি এখনও খেলাটাকে উপভোগ করছি। আমি মনে করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যতদিন উপভোগ করবো, ততদিন খেলা চালিয়ে যাব।’
সাকিবের এই কথায় ফুটে ওঠে তার আত্মবিশ্বাস ও খেলার প্রতি দায়বদ্ধতা। যদিও টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে বিদায় নিয়েছেন, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো নিজেকে প্রমাণ করতে চান তিনি।
এখন পর্যন্ত গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। ফাইনালের আশা টিকিয়ে রাখতে আগামী ১৬ জুলাই তাদের মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের।
Discussion about this post