বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল এবার সময় নিয়ে অনিশ্চয়তায়। জাতীয় নির্বাচন যদি ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হয়, তবে বছরশেষে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে তৈরি হতে পারে জটিলতা। তবে বিসিবি বসে নেই-তারা সমান্তরালভাবে চালিয়ে যাচ্ছে প্রস্তুতি এবং বিকল্প পরিকল্পনা।
বোর্ড সভা শেষে এই বিষয়গুলো তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। তিনি স্পষ্ট করেন, নির্বাচন ডিসেম্বরেই হলে বিপিএল পিছিয়ে যেতে পারে, তবে বিকল্প সময়ও নির্ধারণ করে রাখা হচ্ছে, ‘আমরা আমাদের প্রক্রিয়া চালিয়ে যাব। দল, মার্কেটিং, রাইটস-সব কাজ চলবে। যদি ডিসেম্বর-জানুয়ারিতে না হয়, মে মাসেও আমাদের স্লট আছে। যদিও তখন আইপিএল বা পিএসএলের সঙ্গে কিছুটা ক্ল্যাশ করতে পারে।’
শুধু সময় নির্ধারণ নয়, এবারের বিপিএলে ভিন্ন কিছু আনতে চাইছে বোর্ড। বিসিবি বিপিএলকে আরও ‘ইনক্লুসিভ’ করার লক্ষ্যে ক্রিকেটার, কোচ, সাংবাদিক, স্পনসর এমনকি সমর্থকদেরও মতামত নিচ্ছে।
আগামী সপ্তাহ থেকেই শুরু হবে স্টেকহোল্ডারদের সাথে ধারাবাহিক পরামর্শমূলক প্রোগ্রাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা ছাড়াও থাকবে আলাদা গ্রুপ-ক্রিকেটার, কোচ ও টেকনিক্যাল স্টাফদের জন্য। এমনকি আগের কিছু ফ্র্যাঞ্চাইজি কর্ণধার, যাদের সঙ্গে বোর্ডের কোনো সমস্যা নেই, তাঁদের সঙ্গেও আলোচনা হবে, ‘একটা আবেদন প্রক্রিয়া করব যাতে সমর্থকরাও মত দিতে পারে। আমরা জানতে চাই, ভক্তরা কী দেখতে চায়।’
Discussion about this post