শ্রীলঙ্কার মাটিতে ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। সিরিজ হারার ক্ষত যেমন মাঠে স্পষ্ট ছিল, তেমনি তার ছায়া পড়েছে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়েও। গুরুত্বপূর্ণ ব্যাটার ও বোলারদের অবনতি হয়েছে, যা দলের সামগ্রিক পারফরম্যান্সেরই প্রতিফলন। তবে হতাশার মাঝে কিছু তরুণ খেলোয়াড় তাদের পারফরম্যান্সে কিছুটা হলেও দেখালেন আশার আলো।
নাজমুল হোসেন শান্ত সিরিজে মাত্র ৩৭ রান করে ছয় ধাপ পিছিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন অবস্থান করছেন ৩৪ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৭২। মেহেদী হাসান মিরাজও একই পরিমাণ রান করে পাঁচ ধাপ পিছিয়েছেন এবং বর্তমানে তিনি আছেন ৭২ নম্বরে, যার রেটিং পয়েন্ট ৪৬২। এদিকে, সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া লিটন দাস আট ধাপ পিছিয়ে ৭৮ নম্বরে নেমে গেছেন।
অন্যদিকে তরুণ উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক এই সিরিজে করেছেন ১০২ রান। প্রথম ওয়ানডেতে ৬৪ বলে ৫১ রান, দ্বিতীয় ম্যাচে ২৪ ও তৃতীয় ম্যাচে ২৭ রান করে তিনি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৫৯ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৪৮৯। তাওহিদ হৃদয় শুরুটা ভালো না করলেও শেষ দুই ম্যাচে টানা দুটি ফিফটি করেছেন। প্রতিটি ম্যাচেই করেছেন ৫১ রান করে। ফলে সাত ধাপ এগিয়ে তিনি এখন র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে, রেটিং পয়েন্ট ৫১৯। একই সিরিজে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলে এবং ফিফটি করা তানজিদ হাসান তামিম র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৮৫ নম্বরে।
বোলিংয়েও কিছু উত্থান-পতনের চিত্র ধরা পড়েছে। তানজিম হাসান সাকিব সিরিজে ৬ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে এখন ৯২ নম্বরে উঠে এসেছেন। তাসকিন আহমেদ দুই ধাপ এগিয়ে এসেছেন ২৬ নম্বরে, তবে মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে এখন অবস্থান করছেন ৪৬ নম্বরে।
শ্রীলঙ্কার খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। কুশল মেন্ডিস সিরিজজুড়ে ২২৫ রান করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে চলে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৬৬৯। মেন্ডিস সিরিজসেরা এবং ম্যাচসেরা দুই পুরস্কারই জিতেছেন। চারিথ আসালাঙ্কা বাংলাদেশের বিপক্ষে একটি ফিফটি ও একটি সেঞ্চুরি করে দুই ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৬ নম্বরে, যার রেটিং পয়েন্ট ৭১৯।
বোলারদের তালিকায় লাফিয়ে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, যিনি সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে এখন ৮ নম্বরে অবস্থান করছেন। তার রেটিং পয়েন্ট ৬১৯। সিরিজে সবচেয়ে সফল বোলার মাহিশ তিকশানা, যার রেটিং পয়েন্ট ৬৭১ এবং তিনি রয়েছেন শীর্ষস্থানে।
এদিকে, এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পর টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। ইংল্যান্ডের হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে। জো রুট নেমে গেছেন দুইয়ে, তার পয়েন্ট ৮৬৮। ভারতের শুবমান গিল এই টেস্টে ৪৩০ রান করে ব্যাটারদের তালিকায় ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ছয় নম্বরে।
Discussion about this post